আজ
|| ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০১৮
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাতে পুরনো রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত ১৯ মার্চ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।
হেড অফিস: চৌধুরী মল (৪র্থ তলা), হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা-১২০৩: | যোগাযোগ: meghnarsomoy@gmail.com
Copyright ©️ 2022 in Meghnar Somoy