• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
Headline
রামপুরে ২০০ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিল ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর ঈশ্বরদী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সমাপনী সংবর্ধনা সম্পন্ন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন,অধিকার না কি প্রয়োজন?NSTU শিক্ষার্থী ইমরান নাজীর মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশ নিয়েছেন ঈশ্বরদীর দুর্জয় এবং হৃদিতা সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক শুধু পড়াশোনা নয়, দরকার ডিজিটাল স্কিল: বাড়ছে মিডিয়া ও প্রযুক্তি খাতে চাহিদা। ফেনীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ চরবংশী ইউনিয়নে ছাত্রদল নেতা সাকিব আহমেদের অকাল মৃত্যু ১৭ বছরে ১৪তম সরকারের পতন দেখলো নেপাল রাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন ফুটবলার নার্গিস

রামপুরে ২০০ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিল ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর

নোয়াখালী প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে অনুপ্রেরণামূলক ও আত্মউন্নয়নমূলক বই উপহার দিয়েছে “ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর”।

 

ব্যারিস্টার মওদুদ আহমদের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এবং তরুণ প্রজন্মকে শিক্ষায় ও মানবিক কাজে উৎসাহিত করতে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর রামপুর ইউনিয়ন ছাত্রদলের একঝাঁক তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় “ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর”। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন—আমেরিকান প্রবাসী নুরহোসেন মিসাদ, বেসরকারি চাকরিজীবী আবু সুফিয়ান ইমরান, ওমান প্রবাসী একরামুল হক সোহেল, ফ্রান্স প্রবাসী সাইমুন হাসান রকি, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী ছালেহ জহুর রঞ্জু এবং আবদুর রহিম।

 

শিক্ষার উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই সংগঠনের মূল লক্ষ্য। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বামনী ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের মধ্যে জীবনমান উন্নয়নমূলক দুটি করে বই উপহার দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ইমরান। বক্তব্য শেষে অতিথিদের হাতে প্রতীকীভাবে বই তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মহাম্মদ ইসমাইল, বামনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম কামাল উদ্দিন, কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, ছালেহ জহুর রঞ্জু, সদস্য আবদুর রাজ্জাক বেলাল, আব্দুল হালিম, মো. নুরুজ্জামান, রিজওয়ান মাহমুদ পিংকু, নুর আলম, এনামুল হক, নুর নবী, আব্দুল আওয়াল শুভ ও জিহাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

এসময় উপস্থিত অতিথিরা ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘরের এমন প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category