• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
Headline
রামপুরে ২০০ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিল ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর ঈশ্বরদী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সমাপনী সংবর্ধনা সম্পন্ন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন,অধিকার না কি প্রয়োজন?NSTU শিক্ষার্থী ইমরান নাজীর মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশ নিয়েছেন ঈশ্বরদীর দুর্জয় এবং হৃদিতা সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক শুধু পড়াশোনা নয়, দরকার ডিজিটাল স্কিল: বাড়ছে মিডিয়া ও প্রযুক্তি খাতে চাহিদা। ফেনীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ চরবংশী ইউনিয়নে ছাত্রদল নেতা সাকিব আহমেদের অকাল মৃত্যু ১৭ বছরে ১৪তম সরকারের পতন দেখলো নেপাল রাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন ফুটবলার নার্গিস

মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশ নিয়েছেন ঈশ্বরদীর দুর্জয় এবং হৃদিতা

কাদের হাসান, বার্তা সম্পাদক
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

রাশিয়ার রাজধানী মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহের যুব প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান করেছেন ঈশ্বরদীর দুর্জয় কর্মকার এবং হৃদিতা কর্মকার। তারা সম্পর্কে ভাইবোন।

দুর্জয় কর্মকার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং তার বোন হৃদিতা কর্মকার ঈশ্বরদীর পৌর এলাকার পূর্ব টেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীতে অধ্যয়নরত।

তারা উভয়েই ঈশ্বরদী পৌর এলাকার নুরমহল্লার বাসিন্দা।

রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী মস্কোতে ‘বিশ্ব পারমাণবিক সপ্তাহ’ শুরু হয়েছে। বৈশ্বিক জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে শক্তির নিরাপদ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকরা একত্র হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মস্কোর ভিডিএনএইচ পার্কের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক, রাষ্ট্রপতি দপ্তরের প্রথম উপপ্রধান ও রোসাটমের সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান সের্গেই কিরিয়েনকো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

বিশ্বের ১০০টির বেশি অধিক দেশ থেকে শিল্প নেতা, বিশেষজ্ঞ, পারমাণবিক কর্মসূচি উন্নয়নকারী দেশগুলোর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রধান কোম্পানি, বিজ্ঞানী এবং উদ্যোক্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী দূর্জয় বলেন – আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাকে রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিতব্য বিশ্ব পারমাণবিক সপ্তাহে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটি রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠান, যেখানে বিশ্ব নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক পারমাণবিক খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এই সুযোগটি আমি পেয়েছি আন্তর্জাতিক পরমাণু জ্ঞান ও শান্তিপূর্ণ শক্তি ব্যবহারের প্রসারে আমার সম্পৃক্ততার কারণে। এখানে গিয়ে আমার মূল দায়িত্ব হবে- ভবিষ্যৎ পারমাণবিক খাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ, আমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করা এবং তরুণ প্রজন্মের জন্য আয়োজন করা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া।

বৃহস্পতিবার শুধু হওয়া এই আয়োজন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category