আজ
|| ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
জামাল উদ্দীন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযানে অংশ নেয়।
আটককৃত নারী কারবারি হলেন, ওই এলাকার মো. আমিন প্রকাশ মাইক আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিলেন এবং এর আগেও ইয়াবা বহনের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল।
ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, অভিযানে ফাতেমা খাতুনের নিজ বসতঘরের শয়নকক্ষে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ১ লাখ ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
হেড অফিস: চৌধুরী মল (৪র্থ তলা), হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা-১২০৩: | যোগাযোগ: meghnarsomoy@gmail.com
Copyright ©️ 2022 in Meghnar Somoy