প্রতিবেদন: আব্দুর রহমান আয়ান।
বর্তমান বিশ্বে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তব দক্ষতাই হয়ে উঠছে টিকে থাকার মূল চাবিকাঠি। একসময় মানুষ ভাবত ভালো ফল আর উচ্চতর ডিগ্রিই সাফল্যের নিশ্চয়তা। কিন্তু আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে এই ধারণা অনেকটাই বদলে গেছে।
বিশ্বজুড়ে যেমন গণমাধ্যমের প্রতি মানুষের নির্ভরশীলতা বাড়ছে, তেমনি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। সংবাদ প্রচার থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা, বিনোদন— সব ক্ষেত্রেই এখন প্রয়োজন ভিজ্যুয়াল কনটেন্ট, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল উপস্থাপনা। ফলে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ের মতো দক্ষতা অর্জনের প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে।
গণমাধ্যম ও প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করেন, শুধু সার্টিফিকেট দিয়ে কর্মজীবনে সফল হওয়া কঠিন। বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া ক্যারিয়ার গড়া প্রায় অসম্ভব হয়ে উঠছে। লক্ষ্মীপুরের তরুণ আব্দুর রহমান আয়ানের উদাহরণও সামনে এসেছে। শিক্ষাজীবনে খুব বেশি সার্টিফিকেট অর্জন করতে না পারলেও, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন স্কিলে দক্ষতা অর্জন করে তিনি দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশনসহ একাধিক গণমাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষা ও ডিজিটাল দক্ষতার সমন্বয়ই তরুণ প্রজন্মকে সফল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।