• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

চরবংশী ইউনিয়নে ছাত্রদল নেতা সাকিব আহমেদের অকাল মৃত্যু

শাহাদাত কামাল শাকিল
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাকিব আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তরুণ এই নেতার অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category