• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

অটোরিকশা ছিনতাইয়ে জড়িত চক্র ধরা পড়ল ফেনীতে, খণ্ডিত রিকশা উদ্ধার

আবদুল আজিজ সায়েম, ফেনী
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আবদুল আজিজ সায়েম, ফেনী:

ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অটোরিক্সা ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে এবং ছিনতাইকৃত অটোরিক্সার খন্ডিত অংশ উদ্ধার করেছে।

অটোরিক্সা চালক মোঃ শাহিদ গত ৪ সেপ্টেম্বর ফেনী সদর থানায় একটি এজাহার দায়ের করেন। তিনি জানান, রাত ৮:৪৫ মিনিটে হোটেল ডিলাক্সের পাশে থেকে তিন-চার জন যাত্রীবেশী ছিনতাইকারী মহিপাল হাইওয়ে থানায় যাওয়ার কথা বলে ৭০ টাকা ভাড়া দিয়ে তার অটোরিক্সায় উঠেন। ফতেপুর ফ্লাইওভারের নিচে গাড়ী ঘুরিয়ে তারা ছুরির আঘাত করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।

ফেনী ডিবি পুলিশ, জেলা পুলিশের উচ্চ পর্যায়ের তদারকিতে অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিদের সনাক্ত করে। অভিযানে গ্রেফতার হয়েছেন:
১. এমদাদুল ইসলাম (২১),
২. মনোহর আলী (২১),
৩. মোঃ রাশেদ (১৯),
৪. মোঃ ইয়াছিন মানিক (৪০),
৫. মোঃ নুরুল আমিন (২৮),
৬. এনামুল হক (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা যায়, প্রথম তিনজন অটো রিক্সা ছিনতাই করে বোমা মানিকের কাছে হস্তান্তর করে। পরে বোমা মানিক ও শুকুর আলী অটোরিক্সার বডি বাথানিয়া মসজিদ পুকুরে ফেলে দেয় এবং চাকা ও ব্যাটারী ভিন্ন স্থানে বিক্রি করে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ খন্ড বডি, ৩টি চাকা ও ৪টি ব্যাটারী। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেনী জেলা পুলিশের এই অভিযান প্রমাণ করে, ছিনতাইকারীদের কোনো ছাড় নেই এবং জনগণ নিশ্চিন্তে চলাচল করতে পারবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category