• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
রামপুরে ২০০ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিল ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর ঈশ্বরদী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সমাপনী সংবর্ধনা সম্পন্ন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন,অধিকার না কি প্রয়োজন?NSTU শিক্ষার্থী ইমরান নাজীর মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশ নিয়েছেন ঈশ্বরদীর দুর্জয় এবং হৃদিতা সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক শুধু পড়াশোনা নয়, দরকার ডিজিটাল স্কিল: বাড়ছে মিডিয়া ও প্রযুক্তি খাতে চাহিদা। ফেনীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ চরবংশী ইউনিয়নে ছাত্রদল নেতা সাকিব আহমেদের অকাল মৃত্যু ১৭ বছরে ১৪তম সরকারের পতন দেখলো নেপাল রাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন ফুটবলার নার্গিস

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি— তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

Entertainment Desk MS
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমানে তুমুল আলোচনায় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এই কনটেন্ট ক্রিয়েটর; আর সে থেকেই বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি।

এরপর থেকেই নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম। শোনা যায়, আফ্রিদি বিবাহিত, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু একটা সময় এই তৌহিদ আফ্রিদির সঙ্গেই নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির। তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় শোবিজ অঙ্গনে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, এই জুটি হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন। আদতে বর্তমানে তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ।

যদিও আফ্রিদি ও দীঘি- দুজনেই নিজেদের সম্পকর্কে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন। কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয়! সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা। তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন, বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার।

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন দীঘি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দীঘি। আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয়, তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এতো ভাইরাল হবে।’

নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি, এমন আলোচনা প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়।’

দীঘি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো; দেখা করাও অফ করে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category