• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
রামপুরে ২০০ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিল ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর ঈশ্বরদী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সমাপনী সংবর্ধনা সম্পন্ন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন,অধিকার না কি প্রয়োজন?NSTU শিক্ষার্থী ইমরান নাজীর মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশ নিয়েছেন ঈশ্বরদীর দুর্জয় এবং হৃদিতা সীমান্ত থেকে ১ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক শুধু পড়াশোনা নয়, দরকার ডিজিটাল স্কিল: বাড়ছে মিডিয়া ও প্রযুক্তি খাতে চাহিদা। ফেনীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ চরবংশী ইউনিয়নে ছাত্রদল নেতা সাকিব আহমেদের অকাল মৃত্যু ১৭ বছরে ১৪তম সরকারের পতন দেখলো নেপাল রাকসুতে ছাত্রদলের প্যানেলে লড়বেন ফুটবলার নার্গিস

নোয়াখালী জেলা সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে এডভোকেট ফারুক ও রুমানা ইসলাম

নোয়াখালী প্রতিনিধি সাইফুল ইসলাম
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি: সাইফুল ইসলাম 

জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মো. ফারুক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুমানা ইসলাম। মোট ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

 

গত ১৮ আগস্ট (সোমবার) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গনি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি চূড়ান্ত হয়।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা প্রেসক্লাব সংলগ্ন দারুচিনি রেস্টুরেন্টে নবগঠিত জেলা কমিটির পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও দৈনিক জনতার অধিকার পত্রিকার সম্পাদক এডভোকেট মো. ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রুমানা ইসলাম, সহ-সভাপতি শেহাব উদ্দিন আহমেদ টিপু এবং রিপন মজুমদার।

 

কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—

যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, অর্থ সম্পাদক আনিসুজ্জামান টিটু, প্রচার সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক মোছলে উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. ইয়াছিন রুবেল, সংস্কৃতি সম্পাদক সানজিদা হক অনু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক আবুল বাশার।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন শাহাদাত হোসাইন বাবু, আজহারুল ইসলাম আলমগীর, মো. আজিজ, মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার, মো. মোজাম্মেল হোসেন, সাব্বির ইবনে সিদ্দিক, ইমাম উদ্দিন সুমন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মেহরাজ হোসেন, আহসান হাবীব ও মোহাম্মদ মিরাজ।

 

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও তথ্যপ্রবাহ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুমানা ইসলাম সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category