আবদুল আজিজ সায়েম, ফেনী:
ফেনী জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় এবং রেঞ্জ কমান্ডার মোহা. মাহবুবুর রহমান, পিভিএমএস, পিএএমএস এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন হয়।
জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনের নেতৃত্বে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পানিবন্দী মানুষের মাঝে প্রায় ৪০০ ব্যাগ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
ত্রাণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তা জনাব আমির হোসেন (ফুলগাজী), রিক্তা হাজারী (ছাগলনাইয়া) এবং জাহেরা খাতুন (পরশুরাম)। এ ছাড়া সহযোগিতা করেন উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা, ভাতাভোগী এবং স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যরা।
উল্লেখ্য, আনসার ও ভিডিপি সদস্যরা বন্যাকবলিত এলাকায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছে দিয়েছেন।