• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

সুবর্ণচরে সাগরিকার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাবিবুর রহমান রনি
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

হাবিবুর রহমান রনি , সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে বেসরকারি সংস্থা ‘সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’র আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী সুবর্ণচরের হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি প্রকল্পের আওতায় কিশোর-কিশোরী, যুব ও প্রবীণদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্রনাথের সভাপতিত্বে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল আহমেদ রাবিদ ও কানিজ ফাতেমার পরিচালনায় মোট ২৬ ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অতিথি ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুলফিকার আলী, সাগরিকার সমৃদ্ধি প্রকল্পের সুবর্ণচর উপজেলা কর্মকর্তা রাজিব মাহমুদ, সহকারী কমকর্তা মোসলেহ উদ্দিন, চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহিম উদ্দিন মহিম, ইউনিয়ন যুবদল নেতা মো. ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৮০ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বিগত ২০১৪ ইং সাল সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে নানা ধরনের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category