নোয়াখালীতে বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেল এর সেফটি রাইডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
দিনব্যাপী বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেলের আয়োজনে ও রহমান মোটরস এর সৌজন্যে বাইক চালকদের মধ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রহমান মটরসের সত্বাধিকারী নূরুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন৷
বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী বিআরটিএ ইন্সপেক্টর মাহবুব রব্বানী, প্রকোশলী মোজাম্মেল হোসেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সেফটি রাইডিং এর টিম ইনস্ট্রাকটর মোহাম্মদ আনিছুল হক, কেলি চৌধুরী, মোহাম্মদ সোহানুজ্জামান, মনিরুল আলম আগত বাইক চালকদের মধ্যে হাতে-কলমে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সরাসরি প্রশিক্ষণ দেন।
এই সময় নিরাপদ মোটরসাইকেল চালানো, সড়ক দুর্ঘটনা রোধ, সঠিক নিয়মে বাইক চালানো, জিগজ্যাক, স্লো রাইডিং, আঁকাবাঁকা সড়কে কিভাবে মোটরসাইকেল রাইডিং, ইমারজেন্সি ব্রেক সহ অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করে বাইক চালিয়ে পরীক্ষামুলক অংশগ্রহনকারী আগত চালকদের মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিআরটিএ থেকে একটি নির্দেশনা মূলক লিফলেট বিতরণ সহ বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেল ও রহমান মোটরস এর পক্ষ থেকে আগত চালকদের কে আন্তরিক অভিনন্দন এবং সব সময় নিরাপদ রাইডিং করার জন্য অনুরোধ করা হয়।